নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আজ হেফাজতের বিক্ষোভ সমাবেশ ।
মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ । আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হাটহাজারী মাদ্রাসার সম্মুখস্থ ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে পৌরসভা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির প্রচার সম্পাদক মাওলানা শফিউল্লাহ।
বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা শাহ আহমদ শফী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
এতে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।